FIFA World Cup: ২০২৬, ২০৩০, ২০৩৪, পরপর তিন বিশ্বকাপ কোন দেশে? এখনই জেনে নিন
FIFA World Cup 2026, 2030, 2034 Host Countries: রইল পরপর তিন বিশ্বকাপের আয়োজক দেশের নাম...
1/5
ফিফা বিশ্বকাপ; ২০২৬, ২০৩০, ২০৩৪
2/5
ফিফা বিশ্বকাপ ২০২২
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই, একটা কথাই বারবার সকলে বলছিলেন, লিওনেল মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। ফুটবল বিধাতা সেটাই করেছিলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে, ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন।
photos
TRENDING NOW
3/5
ফিফা বিশ্বকাপ ২০২৬
4/5
ফিফা বিশ্বকাপ ২০৩০
২০৩০ সালের বিশ্বকাপ হবে মরক্কো-স্পেন-পর্তুগালে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই ইভেন্টের উদ্বোধনী দেশ হিসেবেও থাকছে। ২০৩০ সালের কাপযুদ্ধ হতে চলেছে ভীষণই স্পেশ্য়াল। শতবর্ষে পা দেবে বিশ্বকাপ। ১৯৩০ সালে হয়েছিল প্রথম বিশ্বকাপ। আয়োজক দেশ উরুগুয়েই হয়েছিল চ্য়াম্পিয়ন। রানার্স হয়েছিল আর্জেন্টিনা। শতবর্ষের বিশ্বকাপ এই প্রথমবার ছ'টি ভিন্ন দেশে ও তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে।
5/5
ফিফা বিশ্বকাপ ২০৩৪
২০৩৪ সালে ফের এক মরুদেশে বিশ্বকাপ। কাতারের পর এবার সৌদি আরব। ২০২৭ এএফসি এশিয়ান কাপ ও ২০৩৪ এশিয়ান গেমস সৌদিতেই। ২০২৩ সালের অক্টোবরে, অস্ট্রেলিয়া এবং সৌদি উভয়ই বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। অস্ট্রেলিয়া যদিও ২০২৬ মহিলা এশিয়ান কাপ এবং ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন নিশ্চিত করার জন্য, বিশ্বকাপ আয়োজনের নাম প্রত্য়াহার করে নেয়।
photos