Swami Smarananda Maharaj: ভেজা চোখে শেষ শ্রদ্ধা স্বামী স্মরণানন্দকে, ভোর থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

Mar 27, 2024, 11:33 AM IST
1/6

মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই প্রয়াত স্মরাণানন্দকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মানুষজন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

2/6

আজ রাত আটটার পর তাঁর অন্তিম সংস্কারের প্রক্রিয়া শুরু হবে।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/6

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২৯ জানুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সাত তলার ৫০ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। গত ৩ মার্চ রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট মহারাজকে ভেন্টিলেশনে দেওয়া হয়।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/6

তারপর থেকে টানা ২৩ দিন তিনি ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়েছিলেন প্রেসিডেন্ট মহারাজকে দেখতে।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

5/6

১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ। ১৯৯৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০৭-এ সহ অধ্যক্ষ হন, এরপরে ২০১৭-তে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ওই বছরের ১৭ জুলাই মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্মরণানন্দ।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

6/6

তাঁর মৃত্যুর খবর পেয়ে শেষ রাত থেকেই বেলুরমঠে আসতে শুরু করেন ভক্তরা।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল