1/6
s 6
photos
TRENDING NOW
3/6
S 4
4/6
S 3
5/6
S 2
6/6
s 1
২০১৬ সালে অসম বিধানসভা নির্বাচনে জুবিনের গান বিজেপির জয়ে বিশেষ ভূমিকা নিয়েছিল বলে রাজনৈতিক মহলের অভিমত। পরে এনিয়ে রাজ্য বিজেপির সঙ্গে তাঁর সমস্যা হয়েছে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, বিজেপির প্রচার অভিযানে গান গাওয়ার জন্য তিনি যে টাকা নিয়েছিলেন তা ফেরত দেবেন। এনিয়ে তিনি খোদ মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। একইসঙ্গে কেন্দ্রের নাগরিকত্ব বিলের বিরোধিতায় নেমেছেন।
photos