‘ভারতরত্ন’ সম্পর্কে অপমানজনক মন্তব্য, গায়ক জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর বিজেপির

Jan 27, 2019, 15:08 PM IST
1/6

s 6

s 6

দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ সম্পর্ক আপত্তিজনক মন্তব্য করার গায়ক জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর করল অসম পুলিস।

2/6

S 5

S 5

হোজাই জেলার লঙ্কায় জুবিনের বিরুদ্ধে ওই অভিয়োগ করেছেন বিজেপি নেতা রঞ্জন বরা।

3/6

S 4

S 4

বরা তাঁর এফআইআর-এ অভিযোগ করেছেন, দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্পর্কে অশালীন, আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন জুবিন। পাশাপাশি রাজ্যের গৌরব ভূপেন হাজারিকাকেও অপমান করেছেন তিনি।

4/6

S 3

S 3

হোজাইয়ের পুলিস সুপার অঙ্কুর জৈন সংবাদমাধ্যমে জানিয়েছেন, জুবিনের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। একটি অডিও ক্লিপও আমাদের হাতে এসেছে। ওই ক্লিপে জুবিন ভারতরত্ন সম্মান সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

5/6

S 2

S 2

অভিযোগ, ওই ক্লিপে দেখা যাচ্ছে জুবিন তাঁর তৈরি নতুন গান, ‘পলিটিক্স না করিবো বন্ধু’  গাইছেন। তার পরেই ভারতরত্ন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ওই গানে নাগরিকত্ব বিল নিয়েও কেন্দ্রের নীতির বিরোধিতা করেন বলে অভিযোগ।

6/6

s 1

s 1

২০১৬ সালে অসম বিধানসভা নির্বাচনে জুবিনের গান বিজেপির জয়ে বিশেষ ভূমিকা নিয়েছিল বলে রাজনৈতিক মহলের অভিমত। পরে এনিয়ে রাজ্য বিজেপির সঙ্গে তাঁর সমস্যা হয়েছে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, বিজেপির প্রচার অভিযানে গান গাওয়ার জন্য তিনি যে টাকা নিয়েছিলেন তা ফেরত দেবেন। এনিয়ে তিনি খোদ মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। একইসঙ্গে কেন্দ্রের নাগরিকত্ব বিলের বিরোধিতায় নেমেছেন।