দিল্লির অগ্নিকাণ্ডে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ও আর্থিক সাহায্যের ঘোষণা কেজরীবালের

Dec 08, 2019, 16:01 PM IST
1/5

দিল্লির অগ্নিকাণ্ডে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এর সঙ্গে নিহতদের পরিবারকে ১০ লক্ষ এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। 

2/5

অন্য়দিকে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবলি থেকে দুই লক্ষ টাকা করে নিহতদের পরিবারকে দেওয়ার ঘোষণা করে কেন্দ্র। ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের।

3/5

কেন্দ্রীয়মন্ত্রী হর্ষ বর্ধন বলেন, “আমার কেন্দ্রেই এই ভয়াবহ ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।”

4/5

আজ ভোরে ভয়াবহ আগুন লাগে দিল্লির ঝাঁসি রানি রোডে আনাজ মাণ্ডির এর বহুতলে। জানা যায়, ওই তলের এক ব্যাগ কারখানায় আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু অনেকের। 

5/5

এখনও পর্যন্ত খবর অনুযায়ী, ৪৩ জনের মৃত্যু হয়েছে। দমকল আধিকারিক সুনীল চৌধরি জানান, আগুন নেভানোর কাজ চলছে। দমকলের ২৭ ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। দিল্লির দমকলের প্রধান অতুল গর্গ জানান, এখন পর্যন্ত ৫০ জন উদ্ধার করা গিয়েছে।