ময়লা ফেলায় বেনিয়ম করলেই এবার কঠোর শাস্তি! কড়া নির্দেশ মেয়র ফিরহাদের

Mar 22, 2023, 14:02 PM IST
1/5

ময়লা ফেলায় বেনিয়মে কঠোর শাস্তি!

Firhad Hakim order on Garbage clearing

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরসভার আইন না মেনে ময়লা ফেললেই এরপর থেকে গুনতে হবে বড় অংকের জরিমানা। স্পষ্ট জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

2/5

ময়লা ফেলায় বেনিয়মে কঠোর শাস্তি!

Firhad Hakim order on Garbage clearing

এদিন ১২১ নম্বর ওয়ার্ড বেহালা পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। খতিয়ে দেখেন সাধারণ মানুষ পুরসভার সবুজ এবং নীল বালতি ঠিকঠাকভাবে ব্যবহার করছেন কিনা। 

3/5

ময়লা ফেলায় বেনিয়মে কঠোর শাস্তি!

Firhad Hakim order on Garbage clearing

শুকনো ময়লা এবং ভেজা ময়লা পৃথকভাবে ফেলছে কিনা। পাশাপাশি পুরসভার কম্প্রেসার মেশিনে শুকনো ময়লা এবং ভেজা ময়লা কীভাবে পৃথক করা হচ্ছে, সেটাও খতিয়ে দেখেন। 

4/5

ময়লা ফেলায় বেনিয়মে কঠোর শাস্তি!

Firhad Hakim order on Garbage clearing

তিনি জানান, মানুষ যদি এই নিয়ম মানে তবে ধাপার মাঠ আর তৈরি হবে না। যাঁরা মানবেন না, তাঁদের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করা হবে না। আর রাস্তায় ময়লা ফেললে বড় জরিমানা ধার্য করা হবে।

5/5

ময়লা ফেলায় বেনিয়মে কঠোর শাস্তি!

Firhad Hakim order on Garbage clearing

উচ্চমাধ্যমিকের পর মানুষকে এব্যাপারে সচেতন করতে আরও জোরদার প্রচার করা হবে বলেও জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।