ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে দিনযাপন কলকাতার ভাবী মেয়রের

Nov 23, 2018, 23:07 PM IST
1/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_7

বৃহস্পতিবার কলকাতার মহানাগরিক হিসেবে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। বিধানসভায় পাশ হয় পুরনিগম আইন সংশোধনী। সংশোধনীতে বলা হয়, কাউন্সিলর নন এমন কেউ পুরসভার মেয়র হতে পারেন। তবে তাঁকে ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে জিতে আসতে হবে।  ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

2/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_6

বিকালে উত্তীর্ণে ভাবী মেয়র ও ডেপুটি মেয়রকে নিয়ে বৈঠকের পর কলকাতা পুরসভার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

3/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_5

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই পায়ে দিয়ে প্রণাম করেন ববি হাকিম ও অতীন ঘোষ।     ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

4/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_4

সকাল থেকেই অভিনন্দনের জোয়ারে  ভেসেছেন ফিরহাদ হাকিম। সকালে প্রথম আসেন পুর কমিশনার খলিল আহমেদ। তারপর ডিজি ফায়ার জগমোহন। শুধু পুরসভা নয়, শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে দেওয়া দমকল মন্ত্রকও এখন ফিরহাদেরই হেফাজতে।  ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

5/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_3

এসবের মধ্যেই পরিবারের সঙ্গে সময়ও কাটালেন ফিরহাদ হাকিম। ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

6/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_2

ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

7/7

পরিবারের সঙ্গে ফিরহাদ

firhad_1

এর মধ্যেই শুভ্যানুধায়ীদের ফোনও ধরেছেন ভাবী মেয়র। ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত