ছবি: বদলাচ্ছে দেশ, চালু হচ্ছে ভারতের প্রথম AC Railway Station
Mar 15, 2021, 20:30 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: রেলস্টেশনেও এবার বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধা। দেশের প্রথম কেন্দ্রীকৃত বাতানুকূল রেলস্টেশনে তৈরি হল বেঙ্গালুরুতে।
2/6
বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানের রেল টার্মিনাল তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে। স্টেশনটির নামকরণ করা হয়েছে এম বিশ্বেশ্বরায়ের নামে।
photos
TRENDING NOW
3/6
এই স্টেশনটি চালু হলে কেএসআর বেঙ্গালুরু ও যশবন্তপুর স্টেশনেক ভিড় অনেকটাই কমবে। দক্ষিণ পশ্চিম রেলের মুখপাত্রের কথায়, '২০১৫-১৬ সালে বয়াপ্পানাহাল্লিতে তৃতীয় কোচ টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।'
4/6
এই শীতাতপ নিয়ন্ত্রিত স্টেশনটি তৈরি করতে লেগেছে ৩১৪ কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই চালু হয়ে যাওয়ার কথা ছিল। তবে করোনার কারণ কাজ সময়ে সম্পূর্ণ করা যায়নি।
5/6
অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মিত হয়েছে এই রেলস্টেশনটি। স্টেশনের ভিতরেও থাকছে আধুনিক ব্যবস্থা।