করোনার সময়েও ব্যবসা তুঙ্গে Flipkart-এর, এবার হোলসেল বাজারে প্রবেশ সংস্থার

Jul 23, 2020, 18:58 PM IST
1/5

 করোনাভাইরাস পরিস্থিতিতেও যে বেশ কিছু সংস্থা মুনাফা অর্জনের লক্ষ্যে ঠিকই এগোচ্ছে, তার প্রমাণ মিলল আরও একবার। ই কমার্স, অনলাইন স্ট্রিমিং-এর পর এবার হোলসেল বাজারের ব্যবসায় নেমে পড়ল ফ্লিপকার্ট। কীভাবে?

2/5

বৃহস্পতিবার বিপিনন সংস্থা ওয়ালমার্টের ভারতে হোলসেল ব্যবসার স্বত্ব কিনে নিল ফ্লিপকার্ট। কত শতাংশ শেয়ার বা বিনিয়োগের পরিমাণের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

3/5

অন্যদিকে মজার বিষয়, ২০১৮ সালে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল এই ওয়ালমার্ট সংস্থাই।  

4/5

বিশ্বের বৃহত্তম বিপণন সংস্থা ওয়ালমার্ট। ভারতী এন্টারপ্রাইজের সঙ্গে ভারতে হোলসেল ব্যবসার বাজারে প্রবেশ করে ওয়ালমার্ট। যদিও ২০১৩ সালে দুই সংস্থার মধ্যে চুক্তি শেষ হয়ে যায়।

5/5

অগস্ট মাসে তাদের হোলসেল ব্যবসা লঞ্চ করতে চলেছে ফ্লিপকার্ট। ওয়ালমার্টের কর্মীদেরও ফ্লিপকার্টের কর্মীদের আওতায় আনার প্রক্রিয়া চলছে।