করোনার পর চিন্তা বাড়াচ্ছে ঘাঘরা নদী! রাম মন্দিরের ভূমি পুজোর আগে নতুন বাধা
Jul 31, 2020, 14:04 PM IST
1/5
অযোধ্যায় রাম মন্দিরের পুরোহিত ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিকর্মী মিলিয়ে মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যোগীর প্রশাসন জানিয়েছে, ভূমি পুজো হবে সুরক্ষার কথা মাথায় রেখেই।
2/5
আক্রান্ত পুরোহিতদের মধ্যে একজনের সঙ্গে পাঁচদিন আগে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়েও ঝুঁকি রয়েছে। এরই মধ্যে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরুর আগে নতুন বাধা।
photos
TRENDING NOW
3/5
প্রবল বৃষ্টির জন্য অযোধ্যার ঘাঘরি নদীতে জল বাড়ছে। ফলে রাম মন্দির নির্মাণের আগে অযোধ্যা বন্যায় ভাসতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
4/5
ঘাগরি নদী এসে মিশেছে গঙ্গায়। বর্ষার জন্য দিন দুয়েক ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে ঘাঘরা নদী। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে এগিয়ে আসছে রাম মন্দিরে ভূমি পুজোর দিন।
5/5
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে রাম জন্মভূমিতে। ফলে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ একাধিক ভিআইপি অতিথির অযোধ্যায় থাকার কথা।