একসপ্তাহে দ্বিতীয়বার, ফের ইচ্ছেকৃতভাবে বিদ্যুত্স্পৃষ্ট করে মারা হল প্রাপ্তবয়স্ক হাতিকে

Jun 16, 2020, 23:29 PM IST
1/5

বক্সা ব্যাঘ্র প্রকল্পে হাতির মৃত্যু। কাঞ্চিবাজার এলাকায় মিলল একটি পূর্ণ বয়স্ক হাতির দেহ। ইচ্ছেকৃতভাবে বিদ্যুত্স্পৃষ্ট করেই খুন করা হয়েছে ওই হাতিটিকে। জি চব্বিশ ঘণ্টাকে জানালেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা। ঘটনায় পাকড়াও ওই জমির মালিক। 

2/5

কেরালায় গর্ভবতী হাতির মৃত্যুর ক্ষত এখনও দগদগে। সাতদিনে দ্বিতীয়বার। আবারও বক্সা ব্যাঘ্র প্রকল্পে হাতির দেহ উদ্ধার। প্রকল্পের অন্তর্গত মারাখাটা বিটের জঙ্গল সংলগ্ন কাঞ্চিবাজার এলাকায় মৃত হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যে চাষের জমিতে দেহটি উদ্ধার হয়েছে তার মালিককে গ্রেফতার করা হয়েছে।  

3/5

চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা জি চব্বিশ ঘণ্টাকে জানিয়েছেন মারাখাটা বিটে বিদ্যুত্পৃষ্ট হওয়ায় একটি হাতির মৃত্যু হয়েছে। ৪০ বছরের পূর্ণ বয়স্ক মাখনা হাতিটিকে ইচ্ছাকৃতভাবে বিদ্যুত্স্পৃষ্ট করানো হয়েছে। জমির মালিককে গ্রেফতার করা হয়েছে।   

4/5

হাজারো সচেতনতা, কড়া আইন। তবু  বারবার এভাবে বিদ্যুত্ সংযোগের মাধ্যমে প্রাণী হত্যা উদ্বেগ বাড়াচ্ছে বন দফতরের।   

5/5

উল্লেখ্য মৃত হাতিটির ছবিসহ ঘটনাটি নিজের টুইটারে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। ঘটনায় তিনি মানুষের এ হেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।