'প্রচেষ্টা প্রকল্প'-এ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করল রাজ্য সরকার, বন্ধ ফর্ম বিলি

Apr 27, 2020, 16:44 PM IST
1/5

লকডাউনের জেরে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ঘোষিত রাজ্যসরকারের নতুন প্রকল্প 'প্রচেষ্টা' আপাতত স্থগিত রাখা হল।

2/5

মূলত এই প্রকল্পের রাজ্যে প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে বলেছিল মমতা প্রশাসন।

3/5

এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। যা আদতে ছিল বিপদ সংকেত।

4/5

ভিড়ের কারণেই প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।

5/5

অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার ।