রাম মন্দিরের ইমারত নির্মাণের জন্য খনন কাজ শুরু, প্রথম স্তম্ভ তৈরি হবে একদিনে

Sep 11, 2020, 19:57 PM IST
1/5

রাম মন্দিরের ইমারত নির্মাণের জন্য খনন কাজ শুরু হল। প্রথম স্তম্ভ নির্মাণ হয়ে যাবে ২৪ ঘণ্টার মধ্যে। জানানো হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর তরফে।

2/5

প্রথম স্তম্ভ নির্মাণের পর সেটির ভারবহন ক্ষমতা ও অন্য দিক খতিয়ে দেখা হবে। পরীক্ষার জন্য কম করে এক মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।

3/5

মোট ১২০০টি স্তম্ভ নির্মাণ করা হবে। তার উপর ভর করে দাঁড়িয়ে থাকবে রাম মন্দিরের ইমারত। বাকি ১১৯৯টি স্তম্ভ নির্মাণ শুরু হবে ১৫ অক্টোবরের পর থেকে। 

4/5

রিং মেশিনের মাধ্যমে আজ খনন কাজ শুরু হয়েছে। রাম মন্দিরের স্তম্ভ নির্মাণের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কুয়োর মতো দেখতে সেইসব স্তম্ভের পরীক্ষার জন্য একটি দল এক মাস দায়িত্বে থাকবে।

5/5

রাম মন্দিরের ভিত হবে ৬০ মিটার গভীর। বিশ্বের অন্যতম সেরা তীর্থক্ষেত্র হিসাবে এই মন্দির গড়ে উঠবে। ফলে রাম মন্দিরের ইমারত শক্তপোক্ত করার ব্যাপারে কোনও ফাঁক-ফোকর রাখতে চাইছে না কর্তৃপক্ষ।