এই পাঁচটি রোগ হলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ রাজ্য সরকারের
Nov 18, 2020, 17:38 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: করোনার পাশাপাশি সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা, ক্রিমেন কঙ্গো হেমোরেজিক জ্বর হলেই ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার নির্দেশ দিল রাজ্য সরকার।
2/6
কোভিড-১৯ এর ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকার নির্দেশ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হয়।
photos
TRENDING NOW
3/6
সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ক্রিমেন কঙ্গো হেমোরেজিক জ্বরের সঙ্গে নোভেল করোনা ভাইরাসকেও মহামারীর তালিকাভুক্ত করল রাজ্য সরকার।
4/6
এই ধরনের রোগের ক্ষেত্রে একজন রাজ্য সরকারি কর্মচারীকে কোয়ারেন্টিনে থাকার নিয়ম বাধ্যমূলক করল। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনার পর রাজ্যের অর্থ দফতরকে বুধবার জানান হয়েছে।
5/6
এই ধরনের সংক্রমণজনিত রোগ যদি কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের কারর হয় তাহলে তাঁকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
6/6
কারণ এই ধরনের অসুখে আক্রান্ত ব্যক্তি অফিসে এলে তা অন্য কর্মীদের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে।