WATCH: খেলা চলাকালীনই স্টেডিয়ামে চুটিয়ে পর্ন ফিল্মের শ্যুটিং! ঘটল বিখ্যাত ক্লাবেই

| Feb 21, 2023, 18:53 PM IST
1/6

ফ্রান্সের বিখ্যাত ক্লাব নিস অন্য় কারণে এল খবরে

French club Nice file an official complaint after a PORN film is made inside their stadium

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মুখ পুড়ল ফরাসি ক্লাব নিসের। ফরাসি লিগের খেলা চলাকালীনই সেই স্টেডিয়ামে হয়ে গেল নীল ছবির শ্যুটিং  

2/6

খেলার মাঝেই অন্য খেলা!

The incident took place during their Ligue 1 win against Lille on January 29

নিসের ঘরের মাঠ অ্যালায়েঞ্জ রিভেরায় গত ২৯ জানুয়ারি নিসের মুখোমুখি হয়েছিল লিল। 

3/6

সোশ্যাল মিডিয়া থাকল সাক্ষী

X-rated video emerged on social media

সোশ্যাল মিডিয়ায় এই এক্স রেটেড ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।

4/6

পুলিসকে জানাতেই হল!

French club Nice file an official complaint

এরপরেই নিস ক্লাব কর্তৃপক্ষ পুলিসের কাছে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে।

5/6

শৌচাগারই যখন শ্যুটিং স্পট

  Incident took place in the toilets at the Allianz Riviera stadium

জানা যাচ্ছে স্টেডিয়ামের শৌচাগারেই শ্যুট হয়েছে পর্ন ফিল্মটি।

6/6

ফরাসি পর্নস্টার লর রোকুজো

  The video involves French porn star Laure Roccuzo

ফরাসি পর্নস্টার লর রোকুজোকে নিয়েই চলছিল শ্যুটিং। তাঁর ছবিও প্রকাশ্যে চলে এসেছে।