Price Change: ক্রেডিট কার্ড থেকে দেশলাই, বুধবার থেকে দামী হচ্ছে এইসব জিনিস

Nov 30, 2021, 20:59 PM IST
1/5

আগামী ১ ডিসেম্বর থেকে  ব্যাঙ্কের নিয়ম থেকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দামে কিছু বদল হচ্ছে। ফলে কোথাও কোথাও বেশি পয়সা গুনতে হতে পারে আপনাকে। কোথাও আবার বিনিয়োগ করে লাভের অঙ্ক কমেও যেতে পারে।

2/5

টানা ১৪ বছর পর ১ ডিসেম্বর থেকে বাড়ছে দেশলাইয়ের দাম। একটি দেশলাইয়ের দাম ১ টাকা থেকে বেড়ে হবে ২ টাকা। ২০০৭ সালে শেষবার দেশলাইয়ের দাম ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ১ টাকা।  

3/5

যাঁরা PNB-র গ্রাহক তাদের জন্যে খারাপ খবর রয়েছে। সুদ কমছে সেভিংস অ্য়াকাউন্টে। সুদের হার ২.৯০ শতাংশ থেকে কমে হচ্ছে ২.৮০ শতাংশ।  

4/5

খরচ বাড়ছে SBI ক্রেডিট কার্ডে।  ১ ডিসেম্বর থেকে প্রতিটি কেনাকাটায় লাগবে ৯৯ টাকা ও ট্যাক্স।

5/5

রান্নার গ্যাসের দামও বদল হতে চলেছে ১ ডিসেম্বর থেকে। জোর সম্ভাবনা রয়েছে, দাম বাড়তে পারে এলপিজির। দামী হতে পারে বিমানের জ্বালানীও।