সংস্কৃত কলেজ থেকে মিলল বিদ্যাসাগরের সময়ের সিন্দুক, উদ্ধার দুষ্প্রাপ্য নথি ও মেডেল

Nov 29, 2019, 17:20 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সংস্কৃত কলেজের গোডাউন থেকে পাওয়া গেল একটি সিন্দুক।   

2/5

চাবি তৈরি করে সিন্দুকটি খোলার চেষ্টা চলে বহুক্ষণ। এরপর দীর্ঘ চারঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুক। 

3/5

সিন্দুকের মধ্যে থেকে মিলেছে স্বাধীনতার আগের সময়ের প্রচুর চেকবই, রূপোর মেডেল, পদক। রয়েছে সাতটি বন্ধ খামও। 

4/5

"মুক্তকেশী দেবীর উইডো ফান্ড"এর একটি কাগজ পাওয়া গিয়েছে সিন্দুকের মধ্যে থেকে। যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় সেই সময় বিধবাদের দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। তাতে ৮ টাকা করে দেওয়া হত বিধবাদের। মিলেছে প্রাপকের আঙুলের ছাপও।

5/5

এ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কার বহু কাগজ। খাতায় লেখা শিক্ষকদের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। রেজিস্টারে নাম ছিল খোদ বিদ্যাসাগরেরও।