Fuel Price Hike: উৎসবের মরসুমে মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত, জ্বালানীর দামে রেকর্ড বৃদ্ধি

পরপর চারদিন বাড়ল পেট্রল এবং ডিজেলের দাম।

Oct 08, 2021, 09:40 AM IST
1/6

নাজেহাল মধ্যবিত্ত

Fuel Price

নিজস্ব প্রতিবেদন: সামনেই নবরাত্রি। সঙ্গে বাঙালির দুর্গাপুজো। এরপর কালীপুজো, দীপাবলি। বছর শেষে ক্রিসমাস। টানা উৎসবের মরসুমে জ্বালানীর দামে ছ্যাঁকা। নাজেহাল মধ্যবিত্ত। 

2/6

জ্বালানীর দামে রেকর্ড বৃদ্ধি

Fuel Price Hike

পরপর চারদিন বাড়ল পেট্রল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম। শুক্রবার জ্বালানীর দামে রেকর্ড বৃদ্ধি। ৩০ পয়সা বাড়ল পেট্রলের দাম। ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। 

3/6

দিল্লি

 Fuel Price Hike in Delhi

শুক্রবার দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩.৫৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.১২ টাকা/লিটার

4/6

মুম্বই

 Fuel Price Hike in Mumbai

মুম্বইতে পেট্রল ১০৯.৫৪/লিটার এবং ডিজেল লিটার প্রতি ৯৯.২২ টাকা।

5/6

চেন্নাই

 Fuel Price Hike in Chennai

চেন্নাইতে পেট্রল ১০১.০১ টাকা এবং ডিজেল ৯৬.৬০/লিটার

6/6

কলকাতা

 Fuel Price Hike in Kolkata

কলকাতায় সেঞ্চুরি থেকে মাত্র চার টাকা সাতাত্তর পয়সা দূরে ডিজেল। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রল ১০৪.২৩ টাকা এবং ডিজেল ৯৫.২৩ টাকা/লিটার