টানা ১৫ দিন ধরে বেড়ে চলেছে তেলের মূল্য, দিল্লিতে রেকর্ড দাম ছুঁলো ডিজেল

Jun 21, 2020, 15:13 PM IST
1/5

1

1

রবিবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এনিয়ে টানা ১৫ দিন।  দিল্লিতে ডিজেলের দাম রেকর্ড ছুঁলো, পেট্রোল গত ২ বছরের মধ্যে সবচেয়ে দামী।

2/5

2

2

দিল্লিতে পেট্রোলের দাম হল ৭৯.২৩ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হল ৭৮.২৭ টাকা প্রতি লিটার।

3/5

3

3

গত ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৮.৮৮ টাকা প্রতি লিটারে, ডিজেলের বেড়েছে ৭.৭৯ টাকা লিটারে।

4/5

4

4

রবিবার কলকাতায় পেট্রোলের দাম হল ৮০.৯৫ টাকা লিটার ও ডিজেলের দাম হল ৭৩.৬১ টাকা প্রতি লিটার।

5/5

5

5

টানা ৮২ দিন জ্বালানীর দাম বাড়ানো বন্ধ রাখার পর গত ৭ জুন থেকে ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম। তার পর থেকে এক দিনও দাম বৃদ্ধিতে খামতি নেই।