জিলাপি বিতর্কে জেরবার! দূষণ নিয়ে বৈঠকে কেন হাজির ছিলেন না, জানালেন গম্ভীর

Nov 18, 2019, 16:57 PM IST
1/5

উত্তর দিলেন গম্ভীর

উত্তর দিলেন গম্ভীর

দিল্লির দূষণ নিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল গত শুক্রবার। সেখানে সাংসদ হিসাবে উপস্থিত থাকার কথা ছিল গৌতম গম্ভীরের। কিন্তু তিনি বৈঠকে যাননি। গম্ভীর ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের ধারাভাষ্যকার হিসাবে ছিলেন ইন্দৌরে। 

2/5

উত্তর দিলেন গম্ভীর

উত্তর দিলেন গম্ভীর

দিল্লির দূষণ নিয়ে আম আদমি পার্টিকে চাচাছোলা আক্রমণ করেছিলেন গম্ভীর। আর তাই সুযোগ পেয়ে গম্ভীরকে পাল্টা দিতে ছাড়েনি আপ। গম্ভীরের নামে দিল্লিতে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন আপ-এর কর্মীরা। পোস্টারে লেখা- গৌতম গম্ভীর নিখোঁজ। আপনারা কেউ কি তাঁকে দেখেছেন?

3/5

উত্তর দিলেন গম্ভীর

উত্তর দিলেন গম্ভীর

ইন্দৌরে টেস্ট চলাকালীন গম্ভীর, লক্ষ্মণের জিলাপি খাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবির সূত্র ধরে আম আদমি পার্টির তরফে গম্ভীরকে ব্যঙ্গ করা হয়েছিল। গম্ভীর এবার নামলেন আসরে। জানালেন, সেদিন কেন তিনি বৈঠকে হাজির থাকতে পারেননি!

4/5

উত্তর দিলেন গম্ভীর

উত্তর দিলেন গম্ভীর

গম্ভীর জানিয়েছেন, তিনি বৈঠকে হাজির থাকচে চেয়েছিলেন। কিন্তু ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে তাঁর চুক্তি ছিল আগে থেকেই। চুক্তির জন্যই তাঁকে ইন্দৌরে ধারাভাষ্যকার হিসাবে থাকতে হয়েছিল। 

5/5

উত্তর দিলেন গম্ভীর

উত্তর দিলেন গম্ভীর

গম্ভীর এদিন বলেন, "আমি জিলাপি না খেলে দিল্লির দূষণ যদি কমে যায় তা হলে আমি আজীবন জিলাপি না খেয়ে থাকতে পারি। ১০ মিনিটের মধ্যে আমাকে ট্রোল করে শুরু করে দিল। দিল্লির দূষণ কমাতে এমন পরিশ্রম করলে কাজে দিত।"