বিজেপির গান্ধী সংকল্প যাত্রার দায়িত্ব পেয়ে প্রথম মিছিলে হাঁটলেন সব্যসাচী

| Oct 19, 2019, 15:02 PM IST
1/6

আগেই গেরুয়া শিবিরের গান্ধী সংকল্প যাত্রার দায়িত্ব পেয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত।

2/6

দায়িত্ব পেয়ে উওর কলকাতায় শনিবার প্রথম মিছিল করলেন সব্যসাচী। স্লোগান, বক্তৃতার দিয়ে এদিন যাত্রা সম্পূর্ণ করে গেরুয়া বাহিনী।

3/6

দলীয় সূত্রে খবর, এর আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভনকেই এই দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে দায়িত্ব শেষ পর্যন্ত দায়িত্ব পাননি শোভন চট্টোপাধ্যায়।

4/6

পাশাপাশি দলের তরফে জানানো হয়েছে, যেহেতু দলের কোনও কর্মসূচিতেই আসছেন না শোভন চট্টোপাধ্যায়‌, সে কারণে উওর কলকাতার কর্মসূচির দায়িত্বে থাকবেন সব্যসাচী দত্ত। যদিও সমস্ত বিতর্ক এড়িয়ে যেতে চেয়েছে দল। 

5/6

২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের বদলে স্থির হয়েছে ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সংকল্প যাত্রা হবে। যাত্রায় প্রত‍্যেক লোকসভা কেন্দ্রে দেড়শো কিলোমিটার পদযাত্রার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রতি লোকসভা কেন্দ্রে সমাবেশও করা হবে। 

6/6

১০ দিনে মোট সাড়ে ৪ হাজার কিমি পদযাত্রার সংকল্প নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ ও ২ জন রাজ‍্যসভার সাংসদ প্রত্যেকেই উপস্থিত থাকবেন সেই সংকল্পযাত্রায়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই কর্মসূচি।