গণেশ চতুর্থীতে বাড়িতে বা অফিসে কোথায় বাপ্পার মূর্তি রাখলে চটজলদি ফল মিলবে?

Sep 08, 2018, 17:13 PM IST
1/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_5

আগামী ১৩ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ঘরে ও অফিসে গণেশ মূর্তি স্থাপন করা হয়। বাস্তুশাস্ত্র না মেনে ভুল জায়গায় বাপ্পার মূর্তি বসান অনেকে। এতে শুভ ফল মেলে না। উল্টে বাস্তু দোষ লাগে। গণেশ স্থাপনার আগে জায়গার উপরে নজর রাখুন। এর পাশাপাশি কোন দিকে গণেশের পিঠ থাকবে, তাও জেনে নিতে হবে। 

2/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_4

গণেশ বিরাজমান হন ব্রহ্মস্থানে অর্থাত্ পূর্  অথবা উত্তর-পূর্ব কোণে। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে গণেশ মূর্তি রাখবেন না। 

3/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_3

ঘর বা অফিসে একই জায়গায় দুটি গণেশের মূর্তি রাখবেন না। বাস্তু বিজ্ঞান অনুযায়ী, এতে দুই শক্তির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখুন। 

4/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_2

গণেশকে মঙ্গলমুখীও বলা হয়। কারণ, গণেশে মুখে সমৃদ্ধি, সিদ্ধি, সুখ ও সৌভাগ্য থাকে। গণেশের পিছনে থাকে দুঃখ ও দারিদ্র। ফলে গণেশের স্থাপনার সময় খেয়াল রাখবেন, তাঁর মুখ যেন দরজার দিকে থাকে। 

5/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_1

বাম দিকে শুঁড় থাকা গণেশ মূর্তি ঘরে রাখুন। এত জলদি ফল পাবেন। ডান দিকে শুঁড় থাকা গণেশ দেরিতে প্রসন্ন হন। 

6/6

গণেশ স্থাপনার নিয়ম

Ganesh_0

গণেশের প্রতিমার পিছনে যেন দেওয়াল থাকে। মূর্তির পিছনে খালি জায়গা থাকা বাঞ্চনীয় নয়।