'আরে করোনার ভয় নেই নাকি, মদ কীসের! ডাবের জলেই গলা ভেজাও', ঝাঁটা হাতে তাড়া বাড়ির বউদের

May 05, 2020, 16:20 PM IST
1/4

 সরকার মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। তা বলে কি শুধু বিলেতি মদের দোকানই খুলবে, দেশি মদের নয়! কীসের করোনা? কীসের স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব? এসবই ফুত্কারে উড়িয়ে দিয়ে সক্কাল থেকেই দেশি মদের দোকানে লম্বা লাইন। এলাকার প্রায় সব বাড়ির পুরুষ সদস্যরাই জড়ো হন সেখানে! অনেকের তো চোখেমুখের হাবভাবে স্পষ্ট, "বাব্বা কত্তদিন পর গলা ভেজাব!"

2/4

তবে ভিড়ের মধ্যে সক্কলে যে মদ কিনছেন তা নয়, রয়েছেন অত্যুত্সাহী ব্যক্তিরাও।"দাম কী বাড়ল, না আগের দামেই মিলছে?"এসব প্রশ্ন ঘোরাফেরা করছে লাইনে- ভিড়ে গাদাগাদি অবস্থা হলদিবাড়ির পশ্চিমপাড়ার মদের দোকান! কিন্তু আচমকাই এন্ট্রি 'ভিলেন'এর

3/4

খবর পেয়ে একেবারে  ঘর থেকে ঝাঁটা, লাঠি হাতে নেমে সটান মদের দোকানের লাইনে বাড়ির বউরা! বউদের দেখে তো আত্মরাত খাঁচা সুরাপ্রেমীদের!

4/4

কেউ নিজের 'ঘরের লোক'কে বুঝিয়েসুজিয়ে সরিয়ে এনেছেন, কেউবা একেবারে ঝাঁটা হাতে রণংদেহি মূর্তি নিয়েছেন। পুলিসের দরকার পরেনি, মদের দোকানের লাইন সরাতে এলাকার মহিলারাই যা করে দেখালেন, ভয়ে জুবুথুবু বাড়ির লোকগুলো। গলা ভেজাতে বোধহয় আর মদ নয়, ডাবের জলেই ভরসা রাখবেন তাঁরা।