রিয়ার সঙ্গে মাদকের লেনদেন? গোয়ার ব্যবসায়ী গৌরব আর্যকে ঘিরে বাড়ছে রহস্য

Aug 31, 2020, 15:24 PM IST
1/5

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হন গোয়ার ব্যবসায়ী গৌরব আর্য। রিয়ার সঙ্গে গৌরব আর্যর কি মাদকের লেনদেন হয়েছিল, সে বিষয়ে প্রশ্ন উঠছে।  পাশাপাশি রিয়ার সঙ্গে গৌরব আর্যর যে হোয়াটস অ্যাপের চ্যাট ভাইরাল হল, তা নিয়েও তদন্তকারী অফিসাররা খোঁজ খবর শুরু করেছেন। 

2/5

যদিও গোয়া থেকে মুম্বইতে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুশান্তকে চেনেন না বলে সাফ জানান গৌরব আর্য।  তিনি বলেন, ২০১৭ সালে তাঁর সঙ্গে রিয়া চক্রবর্তীর পরিচয় হয়েছিল কিন্তু সুশান্ত সিং রাজপুতকে তিনি চেনেন না। তবে রিয়ার সঙ্গে তাঁর কীভাবে পরিচয় হয়েছিল, তা খতিয়ে দেখা হবে তদন্তের মাধ্যমে।  সূত্র মারফত জানা যাচ্ছে এমন খবর 

3/5

গৌরব আর্যর পাশাপাশি কপিল জাভেরি, আসলাম আজমির নামও উঠে আসছে সুশান্ত মামলায়।  জানা যাচ্ছে, কপিল জাভেরিকে গৌরব আর্য কবে থেকে চেনেন বলে ইডির তরফে তাঁকে জিজ্ঞাসা করা হবে।  পাশাপাশি কপিল জাভেরির সঙ্গে মিলেই কি গৌরব আর্য গোয়ায় অর্থ নিয়োগ করেন ব্যবসার জন্য! করা হবে এমন প্রশ্নও। পাশাপাশি আবু আসলাম আজমির সঙ্গে কবে থেকে গৌরব আর্য একযোগে ব্যবসা করছেন বলেও তাঁকে জিজ্ঞাসা করবেন ইডি অফিসাররা!  কপিল জাভেরি, আবু আসলামের পাশাপাশি কৈলাস রাজপুতের নামও এবার উঠে আসতে শুরু করেছে সুশান্তের মৃত্যুতে মাদক যোগের প্রেক্ষিতে

4/5

প্রসঙ্গত ২০১৯ সালে গোয়া থেকে গ্রেফতার করা হয় কপিল জাভেরিকে। পুলিস তাঁর কাছ থেকে এমডিএম, কোকেন-সহ একাধিক  নিষিদ্ধ মাদক উদ্ধার করে। অন্যদিকে ২০১৭ সালে দিল্লি পুলিসের বিশেষ দল গ্রেফতার করে আবু আসলাম আজমিকে। তাঁর কাছ থেকে ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়। জানা যায়, দুবাই, লন্ডন, বেলজিয়াম-সহ একাধিক দেশে মাদক সরবারহের সঙ্গে যুক্ত আবু আসলাম আজমি

5/5

এদিকে ইডির পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও মামলা দায়ের করে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, অভিনেত্রীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার বিরুদ্ধে। শিগগিরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে তাঁদের বিরুদ্ধে শুরু হবে তদন্ত