1/9
চেঙ্গিজ খান
2/9
ইতিহাসের বিতর্কিত মুখ
photos
TRENDING NOW
3/9
মঙ্গোল রাজাধিরাজ
4/9
নিয়তির সন্তান
মঙ্গোলিয়ার বোরজিগিন বংশে ১১৫০ থেকে ১১৬০ সালের মধ্যে কোনও এক সময়ে চেঙ্গিসের জন্ম। বাল্যকালেই ঘোড়ায় চড়া শেখেন। মাত্র ছ'বছর বয়সে শিকার অভিযানে যোগ দেন। ন'বছর বয়সে বাবাকে হারান। তাঁর বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তাঁদের পরিবারকেও তখন ঘরছাড়া করা হয়েছিল। অন্যকে রক্ষা করার শিক্ষা ও বিদ্যা তখন থেকেই রপ্ত করতে হয় তাঁকে।
5/9
সার্থক নেতা
6/9
নিষ্ঠুর রাজা
7/9
সাম্রাজ্যবাদী
৪০- ৫০ বছর বয়স-পর্বে তিনি মঙ্গোল জাতির পত্তন ঘটানোর পরে বিশ্বজয়ে বেরোন। প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন। চিন থেকেই তিনি যুদ্ধবিদ্যা ও কূটনীতির মৌলিক কিছু শিক্ষা পেয়েছিলেন। এর পর তিনি ক্রমে ক্রমে দখল করেন পশ্চিম জিয়া, উত্তর চিনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারিজমীয় সম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ।
8/9
আফগানিস্তান-অধিপতি
মঙ্গোল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলি হল চিন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। চেঙ্গিস ১২২৭ সালে মারা যাওয়ার পর তাঁর পুত্র ও পৌত্রগণ প্রায় ১৫০ বছর ধরে মঙ্গোল সাম্রাজ্যে রাজত্ব করেছিল।
9/9
রোগাক্রান্ত
চেঙ্গিস ৬৫ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যু নিয়ে যুগে যুগে বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন, ঘোড়া থেকে পড়ে মারা গেছেন। কারও মতে, খোজাকরণের কারণে তিনি মারা যান। এ ছাড়া যুদ্ধরত অবস্থায় নিহত হন বলেও উল্লেখ করা হয়। কোনওটিই অবশ্য ঠিক বলে প্রমাণিত হয়নি। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, চেঙ্গিসের মৃত্যুর কারণ ছিল সংক্রামক রোগ। তখন বুবেনিক প্লেগ রোগ মারাত্মক আকার ধারণ করেছিল। ৮-৯ দিন জ্বরে আক্রান্ত থেকে চেঙ্গিস মারা গিয়েছিলেন।
photos