'আমাদের মাস্ক-পিপিই না দেওয়া নগ্ন রাখারই সমান', বিবস্ত্র হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জার্মান চিকিত্সক-নার্সদের

Apr 28, 2020, 17:56 PM IST
1/5

পর্যাপ্ত মাস্ক ও সুরক্ষামূলক পোশাক বা পিপিই না পাওয়ায় সরকারের বিরুদ্ধে নগ্ন প্রতিবাদে সামিল হলেন জার্মান চিকিত্সকরা। সুরক্ষামূলক পোশাক ছাড়া তাঁরা আসলেই নগ্ন, এই বিষয়টিই তুলে ধরতে চান তাঁরা।

2/5

"সামনের সারিতে লড়লেও নেই নূন্যতম সুরক্ষার পোশাক", এমন প্রতিবাদের কারণ জানাতে গিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই জার্মান চিকিত্সক। 

3/5

বিশ্বজুড়ে সব দেশেই এখন চাহিদা তুঙ্গে পিপিই বা সুরক্ষামূলক পরিধানের। এর ফলে করোনা রোগীর সুশ্রষার সময়ে সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। কিন্তু এমন সংকটের জন্য প্রস্তুত ছিল না কোনও দেশই। ফলে হঠাত্ লকডাউন পরিস্থিতিতে বিপুল পরিমাণ পিপিই তৈরি করে জোগান দিতে হিমশিম খাচ্ছে সব দেশের সরকার।

4/5

দেশজুড়ে যতটা সম্ভব টেস্টিং-এ জোর দিয়েছেন জার্মান স্বাস্থ্য কর্মীরা। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দৈনিক প্রায় ৫০ হাজার ব্যক্তির টেস্ট করার প্রচেষ্টা চলছে। 

5/5

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজারেরও বেশি। প্রাণ হারিয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।