কোলাহল থেকে দূরে নিরালায়, শিলিগুড়ির কাছে ঘালেটায়

Jul 29, 2018, 15:30 PM IST
1/8

Destination Ghaleta

Destination Ghaleta

পর্যটনের নয়া ঠিকানা এখন কালিম্পঙের ঘালেটা। ইতিমধ্যেই পর্যটকদের মন জয় করেছে সে।

2/8

Ghaleta Falls

Ghaleta Falls

সেবক থেকে মাত্র ২৬ কিলো মিটার দূরে ঘালেটা দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা।

3/8

Ghaleta View

Ghaleta View

একদিকে উত্তরের হিমেল হওয়া, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের মন কেড়েছে ঘালেটা।

4/8

Ghaleta Siliguri

Ghaleta Siliguri

শিলিগুড়ি বা মালবাজার থেকে খুব সহজেই যাওয়া যায় এই ঘালেটায়।

5/8

Ghaleta Route

Ghaleta Route

সেবক করোনেশন সেতু হয়ে কালিঝরা থেকে আরও একটু এগিয়ে শ্বেতী ঝরা পার করে চুচেদুঙা, থামদাড়া, সেলফু, মানা  হয়ে ২৬ কিলোমিটার গেলেই আপনি ঘালেটায় পৌঁছে যাবেন।

6/8

Ghaleta Sight Scenes

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, বুদ্ধা ফলস, কমলা বাগান, অর্কিড বাগান ও পাহাড়ি চা বাগান। একটু এগোলেই দেখতে পাওয়া যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপু ঘরটি।  আহল ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন সূর্যোদয় ও সূর্যাস্ত।

7/8

Ghaleta

Ghaleta

ঘালেটার বিলে ভিড় জমায় হর্নবিল সহ নানা প্রজাতির পাখি। পাখিদের কিচিরমিচিরে সে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা।

8/8

Ghaleta Homestay

Ghaleta Homestay

পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে। অর্গানিক সবজি সহ গরম ভাতে পাহাড়ি ঘি ও আলু ভাজায় তৃপ্তিকর খাবার পাবেন এখানে। পাবেন স্মোকি চা-ও।