জল থইথই হাসপাতাল, আইসিইউতে শুয়ে রোগী মেঝেতে ঘুরছে মাছের ঝাঁক

Jul 29, 2018, 14:56 PM IST
1/5

S 5

হাসপাতালে কুকুর, শূকর ঘুরে বেড়ানোর কথা প্রায়ই শোনা যায়। হাসপাতালের বেডে পশুদের শুয়ে থাকতেও দেখা ‌যায়। কখনও কুকুরে সদ্যজাতকে খুবলে খাওয়ারও খবর পাওয়া গিয়েছে। এবার হাসপাতালে ঢুকল জ্যান্ত মাছের ঝাঁক।

হাসপাতালে কুকুর, শূকর ঘুরে বেড়ানোর কথা প্রায়ই শোনা ‌যায়। হাসপাতালের বেডে পশুদের শুয়ে থাকতেও দেখা ‌যায়। কখনও কুকুরে সদ্যজাতকে খুবলে খাওয়ারও খবর পাওয়া গিয়েছে। এবার হাসপাতালে ঢুকল জ্যান্ত মাছের ঝাঁক।

2/5

S 4

টানা বর্ষণে জলমগ্ন চারপাশ। বৃষ্টির জলে ঢুবল নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। নীচের তলায় প্রতি ঘরে ঢুকেছে বৃষ্টির জমা জল। জল ঠেলে উঠেছে প্রায় জানালা প‌র্যন্ত।

টানা বর্ষণে জলমগ্ন চারপাশ। বৃষ্টির জলে ঢুবল নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। নীচের তলায় প্রতি ঘরে ঢুকেছে বৃষ্টির জমা জল। জল ঠেলে উঠেছে প্রায় জানালা প‌র্যন্ত।

3/5

S 3

পটনার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজে রায়েছে ৭৫০ শ‌য্যা। হাসপাতাল ছড়িয়ে রয়েছে ১০০ একর জায়গা জুড়ে। প্রায় সবটাই এখন জলমগ্ন। করিডোর জল থইথই।

পটনার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজে রায়েছে ৭৫০ শ‌য্যা। হাসপাতাল ছড়িয়ে রয়েছে ১০০ একর জায়গা জুড়ে। প্রায় সবটাই এখন জলমগ্ন। করিডোর জল থইথই।

4/5

S 2

বৃষ্টির জল ঢুকেছে হাসপাতালের আইসিইউতে। বেডে শুয়ে রোগী আর মার্বেল বাসানো মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ।

বৃষ্টির জল ঢুকেছে হাসপাতালের আইসিইউতে। বেডে শুয়ে রোগী আর মার্বেল বাসানো মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ।

5/5

S 1

রোগীরা বেড থেকে নেমেই গোড়ালি সমান টাণ্ডা জলে পা রাখছেন। ‌যাচ্ছেন টয়লেটে। জল নামার কোনও লক্ষণ নেই। এর দায় কার তা নিয়ে চাপানউতোর চলেছে।

রোগীরা বেড থেকে নেমেই গোড়ালি সমান টাণ্ডা জলে পা রাখছেন। ‌যাচ্ছেন টয়লেটে। জল নামার কোনও লক্ষণ নেই। এর দায় কার তা নিয়ে চাপানউতোর চলেছে।