রাত আড়াইটেয় মাছ ধরার হুজুক, নদিয়ার গঙ্গায় জাল ফেলতেই উঠে এল কুমির!

May 17, 2020, 12:03 PM IST
1/4

রাত আড়াইটে নাগাদ গঙ্গায় জাল ফেলেছিলেন মাছ ধরবেন বলে। সজোরে জালে টান লাগায় মত্স্যজীবী ভেবেছিলেন হয়তো বিশাল  এক মাছ উঠেছে জালে! কিন্তু জাল তুলতেই চক্ষু চড়কগাছ।

2/4

মাছ কই! এতো অন্য কিছু। ঘুটঘুটে রাতে ভালো করে প্রথমে বিষয়টা বুঝতে পারেননি তিনি। পরে টর্চের আলো ফেলতেই গায়ে কাঁটা দিয়ে উঠে। আরে এ তো মস্ত ঘড়িয়াল।নদিয়ার চাকদার রানিনগর গঙ্গার ঘাটের এই ঘটনা রবিবার সকালে চাউরে হয়ে পড়ে এলাকায়।

3/4

আরে কুমির উঠেছে জালে! খবর ছড়াতেই ভিড় জমে স্থানীয়দের। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে দেখতে থাকেন কুমির।

4/4

এরপর রানাঘাট বনদফতরের হাতে ঘড়িয়ালটিকে তুলে দেওয়া হয়। বনকর্মীরা বলছেন, লকডাউনে দূষণ কমেছে, তাই গঙ্গায় কুমির, ডলফিন, প্রচুর মাছ দেখা যাচ্ছে।