স্বামীর সঙ্গে ১৩২২ কোটি টাকার লটারি জেতার পর চোরকে বিয়ে করলেন মহিলা

Aug 19, 2018, 21:30 PM IST
1/6

কোটি টাকার লটারি!

lottery_6

ভাগ্য সঙ্গ থাকলে লটারিতে মুহূর্তে হয়ে যেতে পারেন কোটিপতি। ব্রিটেনের এক দম্পতির ক্ষেত্রে এমনটাই হয়েছে।

2/6

কোটি টাকার লটারি!

lottery_5

লটারিতে ১৩২২ কোটি টাকার ঐতিহাসিক লটারি জিতেছেন তাঁরা।   

3/6

কোটি টাকার লটারি!

lottery_4

তবে অর্থ জেতার পর নিজের স্বামীকেই ত্যাগ করেছেন ওই মহিলা। তবে আশ্চর্যের ব্যাপার, স্বামীকে ছেড়ে চোরকে বিয়ে করেছেন তিনি।

4/6

কোটি টাকার লটারি!

lottery_3

১৩২২ কোটি টাকা জেতার ১৫ মাস বাদে স্বামী অ্যাড্রিয়নকে ডিভোর্স দেন জিলিয়ন বেফোর্ড।

5/6

কোটি টাকার লটারি!

lottery_2

জিলিয়নের স্বামী ব্রায়েন ডিন্স সম্পত্তির কেনাবেচায় মধ্যস্থতাকারী। তাঁর দাবি, প্রেমপর্বের শুরুতেই নিজের অপরাধের কথা গিলিয়নকে বলে দিয়েছিলেন। গিলিয়ন তখন বলেছিলেন, বিষয়টি ৬ বছর পুরনো। 

6/6

কোটি টাকার লটারি!

lottery_1

ইংল্যান্ডে লটারিতে সবচেয়ে বেশি অর্থ ২০১১ সালে জিতেছিলেন কলিন ও ক্রিস। তাঁরা ১৫০৩ কোটি টাকা জিতেছিলেন।