গত সপ্তাহ থেকে ক্রমশ বাড়ছে সোনার দাম। সোমবার তা বাড়ল ২৫ শতাংশ।
2/5
S 4
সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম সোনার দাম হল ৩৯,১৯৬ টাকা। সোমবারই টাকার দাম ডলারের তুলনায় ৫১ পয়সা কমেছে। ফলে সমস্যা আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/5
S 3
সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। এদিনের পর প্রতিদিন বেড়েছে সোনার দাম।
4/5
S 2
এদিকে রুপোর দামও বাড়ল ১ শতাংশ। সোমবার প্রতি কেজি রুপোর দাম হল ৪৫,০৫৮ টাকা।
5/5
s 1
কেন এই দামবৃদ্ধি? চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়াই এর অন্যতম কারণ বলে মনে করছে বিভিন্ন মহল।