Gold Price Today: পুজোর বাজারে সোনার দামও খানিকটা ঊর্ধ্বমুখী, কত দাম জেনে নিন

Oct 05, 2021, 12:41 PM IST
1/5

আন্তর্জাতিক বাজারেও কিছুটা দাম বাড়ল হলুদ ধাতুর

নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখেই সোনার দাম আবর বাড়ল। আন্তর্জাতিক বাজারেও কিছুটা দাম বাড়ল হলুদ ধাতুর  (Gold Price Hike)।  আজকে দেশে সোনার দাম প্রতি ১ গ্রাম ৪৬,৪৯০ টাকা। ভারতীয় টাকায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি ১ গ্রাম ৪৬,৪৯০ টাকা। 

2/5

ভারতীয় টাকায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি ১ গ্রাম ৪৬,৪৯০ টাকা

কলকাতাসহ (kolkata Gold Price) দেশের অন্যান্য শহরে জেনে নিন দাম। সার্বিকভাবে দেশে সোনার দামে উর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষণীয়। Delhi তে  ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৫৬০ টাকা। অক্টোবরের শুরুতেই উৎসবের মরসুমে যা সত্যিই সোনা ক্রেতাদের জন্য খারাপ খবর। 

3/5

Delhi তে ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৫৬০ টাকা

আজ কলকাতাতে ১ গ্রাম ( ২৪ ক্যারাট) পাকা সোনার দাম ৪৭,১৫০টাকা, ১ গ্রাম (২২ক্যারাট) গহনার সোনার দাম ৪৪,৭৫০ টাকা , ১ গ্রাম (২২ক্যারাট) হলমার্ক সোনার দাম ৪৫,৮০০ টাকা। 

4/5

রুপোর দাম কিছুটা হলেও কমল

রুপোর দাম কিছুটা হলেও কমল। Troy প্রতি $25.2 দাম রুপোর । ভারতীয় মূদ্রায় ২৪ ক্যারাট সোনার দাম ৪৬,৪৯০ টাকা। গতকাল মুম্বইয়ে  ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫,৪৭০ টাকা ছিল। গতকাল দিল্লিতে ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫,৫৫০ টাকা ছিল।   

5/5

কলকাতাতে ১ গ্রাম (২২ক্যারাট) হলমার্ক সোনার দাম ৪৫,৮০০ টাকা

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৮৮০ টাকা। মুম্বইয়ে  ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৪৯০ টাকা। দিল্লিতে   ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫,৫৬০ টাকা। কলকাতাতে ১ গ্রাম (২২ক্যারাট) হলমার্ক সোনার দাম ৪৫,৮০০ টাকা।