সেতুখানি যেন দু’হাতে ধরে ঈশ্বর...

Aug 02, 2018, 17:44 PM IST
1/9

Bridge_1

Bridge_1

দু’দিনে এ ভাবে ভাইরাল হয়ে যাবে এমনটা ভাবেননি ‘হ্যান্ড অব গড’-সেতুর প্রধান নির্মাতা ভু ভিয়েত আনহ। ভিয়েতনামের ‘গোল্ডেন সেতু’ এখন গোটা বিশ্বের কাছে ভাইরাল।

2/9

Bridge_2

Bridge_2

ঈশ্বর যেন তাঁর দু’হাত বাড়িয়ে সেতুটিকে আপন স্নেহে ধরে রয়েছে। ৪৯০ ফুট লম্বা এই সেতুকে দেখতে আসা পর্যটকও সেই স্নেহের ছোঁয়া অনুভব করছেন।

3/9

Bridge_3

Bridge_3

ভিয়েতনামের দানাং কাছে বা না হিলসের উপর তৈরি এই সেতুটি।

4/9

Bridge_4

Bridge_4

জুন মাসে এই সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

5/9

Bridge_5

Bridge_5

১৯১৯ সালে এই জায়গায় গড়ে ওঠে ফরাসি কলোনি। ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকা ধীরে ধীরে পর্যটকদের বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে।

6/9

Bridge_6

Bridge_6

তবে, ‘গোল্ডেন ব্রিজ’ চালু হওয়ার পর এক ধাক্কায় এখানকার জনপ্রিয়তা বেড়ে যায় বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। এই ব্রিজ ভ্রমণে আসা নগুয়েন হিয়েন ত্রেঙ বলেন, “অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু এমন সেতুর উপর দিয়ে হাঁটা এক অভূতপূর্ব অনুভব।”

7/9

Bridge_7

Bridge_7

ভিয়েতনামের এই সেতু তৈরি করেছে সান গ্রুপ সংস্থা। গত বছর এই জায়গায় ১.৩০ কোটি পর্যটক এসেছেন। অধিকাংশ ছিলেন চিনা পর্যটক।

8/9

Bridge_8

Bridge_8a

মধ্য ভিয়েতনামে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উঁচুতে রয়েছে সেতুটি।

9/9

Bridge_9

Bridge_9

সেতুটি চালু হওয়ার পরই যে ভাবে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে যায়, ডিজাইনার আনহ জানিয়েছেন, একটি রুপোর সেতু তৈরি করা হবে।