স্বর্ণমন্দিরকে ঢেকে দেওয়া হবে আরও ১৬০ কেজি সোনায়!

Jul 19, 2018, 14:39 PM IST
1/10

Golden_1

Golden_1

বিশ্বে এক সবাই চেনে তাকে। পঞ্জাবের স্বর্ণমন্দির। সোনায় মোড়া এই মন্দিরটির শুধুমাত্র সৌন্দর্য্যের জন্যই বিখ্যাত নয়, এটি একটি শিখদের অন্যতম তীর্থ।

2/10

Golden_2

Golden_2

জানা গিয়েছে, গুরুদ্বারের সৌন্দার্যায়ন করতে আরও সোনা বরাদ্দ করা হয়েছে। 

3/10

Golden_3

Golden_3

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১৬০ কিলোগ্রাম সোনা দিয়ে সৌন্দর্যায়ন করা হবে গুরুদ্বারের। 

4/10

Golden_4

Golden_4

খরচ হবে আনুমানিক ৫০ কোটি টাকা।  রিপোর্ট অনুযায়ী, শিখদের এই পবিত্র ধর্মস্থানকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

5/10

Golden_5

Golden_5

প্রতি দিন গুরুদ্বারের লঙ্গরখানায় ৫০ হাজার মানুষের আহারের ব্যবস্থা করে গুরুদ্বার কর্তৃপক্ষ। কিন্তু কোথা থেকে আসবে এত সোনা?

6/10

Golden_6

Golden_6

সূত্রে খবর, দর্শনার্থীরা যে সব গহনা, সোনা দান করেন, সেই সব গহনা গলিয়ে ব্যবহার করা হবে গুরুদ্বারে। গুরুদ্বারের প্রত্যেক প্রবেশদ্বারে সোনা দিয়ে মুড়তে লাগবে ৪০ কিলোগ্রাম সোনা। 

7/10

Golden_7

Golden_7

মহারাজা রঞ্জিত সিং ১৮৩০ সালে এই মন্দিরকে সোনা দিয়ে ঢেকে দেন। সোনা লেগেছিল প্রায় ১৬২ কেজির মতো। যার দর ছিল আনুমানিক ৬৫ লক্ষ টাকা।

8/10

Golden_8

Golden_8

মহারাজা রঞ্জিত সিংয়ের সময় ৭ থেকে ৮টি স্তরে ঢেকে দেওয়া হয়েছিল মন্দিরকে। পরবর্তীকালে ২৪টি স্তর ব্যবহৃত হয়েছে।

9/10

Golden_9

Golden_9

মন্দিরটির জন্য প্রথম জমি অধিগ্রহণ করেন গুরু রাম দাস। এরপর সে সময় মোগল সম্রাট আকবর এই জমি দান করেন বলে জানা যায়।

10/10

Golden_10

Golden_10

১৫৮১ সালে শুরু মন্দির নির্মাণের কাজ। মন্দিরের প্রধান অংশের নির্মাণ শেষ হয় ১৫৮৯ সালে