1/6
2/6
photos
TRENDING NOW
3/6
৩. ট্যুরিং স্কুটার হওয়ায় লং ড্রাইভে পা লম্বা করে বসে চালানোর ব্যবস্থা রয়েছে বার্গম্যান স্ট্রিটে। আসল বার্গম্যানের সঙ্গে এটুকুই যা মিল। বাকি সব জায়গাতেই রয়েছে কিছু না কিছু বদল। সুজুকি বার্গম্যান স্ট্রিটে লাগানো হয়েছে সুজুকি অ্যাক্সেসের ১২৪ সিসি ইঞ্জিন। যা থেকে ৮.৭ হর্স পাওয়ার ক্ষমতা ও ১০.২ নিউটর মিটার টর্ক মেলে।
4/6
5/6
6/6
৬. আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ২ চাকার ছোট ভার্সন ভারতের বাজারে আনার যে ধারা সুজুকি শুরু করেছে, তারই অন্যতম ধাপ বার্গম্যান স্ট্রিটের লঞ্চ। এই ধারায় এর আগে সুজুকি জিক্সার ও সুজুকি ইনট্রিউডার লঞ্চ করেছে সংস্থা। সুজুকির তরফে জানানো হয়েছে, ২০২০ সালে ১০ লক্ষ দু'চাকার বাহন বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে তারা।
photos