আর্জেন্টিনার জার্সিতে আর কখনও খেলবেন না গঞ্জালো হিগুয়েইন

| Mar 29, 2019, 18:42 PM IST
1/5

অবসরে গেলেন হিগুয়েইন

অবসরে গেলেন হিগুয়েইন

আর্জেন্টিনার জার্সিতে ৭৫ ম্যাচে ৩১ গোল। তার পরও তাঁকে কম সমালোচনা শুনতে হয়নি!

2/5

অবসরে গেলেন হিগুয়েইন

অবসরে গেলেন হিগুয়েইন

আর্জেন্টিনার সর্বকালের সেরা স্ট্রাইকারদের তালিকা তৈরি করলে তাঁর নাম থাকবে। সেই গঞ্জালাে হিগুয়েইন অভিমান নিয়েই সরে দাঁড়ালেন এবার। জানিয়ে দিলেন, আর্জেন্টিনার জার্সিতে তিনি আর কখনও খেলবেন না। 

3/5

অবসরে গেলেন হিগুয়েইন

অবসরে গেলেন হিগুয়েইন

অবসর বেলায় সমর্থকদের প্রতি একরাশ অভিমান জানিয়ে রাখলেন হিগুয়েইন। বললেন, আমার ব্যর্থতাগুলো সবাই মনে রেখেছে। সাফল্য সবাই ভুলে গিয়েছে। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে আমি যে গোলটা করেছিলাম সেটা নিয়ে সমর্থকরা উদযাপন করেছিল। আবার সেই সমর্থকরাই আমাকে সমালোচনায় বিদ্ধ করেছেন। আর্জেন্টিনার জন্য আমি আমার সবটা উজাড় করে দিয়েছি। 

4/5

অবসরে গেলেন হিগুয়েইন

অবসরে গেলেন হিগুয়েইন

পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হিগুয়েইন। 

5/5

অবসরে গেলেন হিগুয়েইন

অবসরে গেলেন হিগুয়েইন

বিশ্বকাপ জয়ের লক্ষ্য ছিল। কিন্তু দলকে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিতে পারেননি। সেই আক্ষেপ নিয়েই অবসরে গেলেন হিগুয়েইন। আরও একটা আক্ষেপ অবশ্য তাঁর রয়েছে। সমর্থকরা তাঁর ব্যর্থতার দায় একাধিকবার চাপিয়েছে তাঁর পরিবারের সদস্যদের উপর।