বন্ধ দেশের সব থেকে বড় ব্যাডমিন্টন অ্যাকাডেমি, ঘরবন্দি অলিম্পিক পদকজয়ী তারকা

Mar 19, 2020, 16:29 PM IST
1/5

বন্ধ গোপীর অ্যাকাডেমি

বন্ধ গোপীর অ্যাকাডেমি

সরকারি নির্দেশ মেনে ব্যাডমিন্টিন অ্যাকাডেমি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পুল্লেলা গোপীচাঁদ। করোনাভাইরাস প্রতিরোধে তেলেঙ্গানা সরকার সমস্ত অ্যাকাডেমি ও সামার ক্য়াম্প স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।

2/5

বন্ধ গোপীর অ্যাকাডেমি

বন্ধ গোপীর অ্যাকাডেমি

হায়দরাবাদের গাচ্চিবোলিতে দেশের সব থেকে বড় ব্যাডমিন্টন অ্যাকাডেমি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু শাটলার। 

3/5

বন্ধ গোপীর অ্যাকাডেমি

বন্ধ গোপীর অ্যাকাডেমি

জাতীয় ব্য়াডমিন্টন কোচ গোপীচাঁদ বলেছেন, অল ইংল্যান্ড ওপেন থেকে ফেরার সময় তাঁর মতো অনেকে দুবাই হয়ে ফিরেছেন। ফলে আপাতত ব্যাডমিন্টন অ্যাকাডেমি বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না। 

4/5

বন্ধ গোপীর অ্যাকাডেমি

বন্ধ গোপীর অ্যাকাডেমি

হোম কোয়ারান্টিনে গেলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। তবে আর মাত্র চার মাস পর অলিম্পিক। এমন সময় প্র্যাকটিস বন্ধ করলে তার প্রভাব সিন্ধুর খেলায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। 

5/5

বন্ধ গোপীর অ্যাকাডেমি

বন্ধ গোপীর অ্যাকাডেমি

করোনার প্রকোপে পিছিয়ে যেতে পারে অলিম্পিক। তবে পিছিয়ে যাওয়ার কোনও নিশ্চয়তা এখনও নেই। নির্ধারিত সময় অলিম্পিক শুরু হতে আর মাত্র চার মাস বাকি। এই সময় জোরকদমে প্রস্তুতি সারেন ক্রীড়াবিদরা। কিন্তু সিন্ধু আপাতত অনির্দিষ্টকালের জন্য ঘরবন্দি।