২৫ টাকার পেট্রলের জন্য আপনাকে দিতে হয় ৮৩ টাকা, বাকি টাকা যায় কোথায়!

Nov 23, 2020, 13:39 PM IST
1/5

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমলেও আমাদের দেশে পেট্রল, ডিজেলের দাম কমে না। সারা বছর পেট্রল বা ডিজলের দাম দেশের বাজারে প্রায় একই থাকে। দু-এক টাকার কম-বেশি হয়। ফলে তেলের দাম সামান্য কমলেও সাধারণ মানুষের তেমন কোনও লাভ হয় না।

2/5

সাধারণ মানুষকে পেট্রল বা ডিজেলের বেস প্রাইজ-এর থেকে তিন গুণ বেশি দাম দিতে হয়। এদিকে সরকার কিন্তু অনেক কম দামে পেট্রল বা ডিজেল কেনে। তা হলে সাধারণ মানুষকে এত চড়া দাম দিয়ে কিনতে হয় কেন!

3/5

২৫ টাকার তেল কেন সাধারণ মানুষকে ৮১ টাকা প্রতি লিটার (দিল্লির মূল্য অনুযায়ী)-এ কিনতে হয়! কলকাতাতেও এক লিটার পেট্রলের দাম ৮৩ টাকা। 

4/5

দিল্লিতে এক লিটার পেট্রলের বেস প্রাইজ ২৫.৩৭ টাকা। ফ্রেট জুড়লে দাম হয় ২৫.৭২ টাকা। অর্থাত্ ট্যাক্স ছাড়া পেট্রলের দাম হয় ২৫.৭২ টাকা। 

5/5

দাম বেড়ে যায় আসলে ট্যাক্সের কারণে। এক লিটার পেট্রলের বেস প্রাইজ ২৫.৩৭ টাকা। ০.৩৬ টাকা ফ্রেট। ৩২.৯৮ টাকা এক্সাইজ ডিউটি। ডিলারের কমিশন ৩.৬৪ টাকা। ভ্যাট ১৮.৭১ টাকা। দাম গিয়ে দাঁড়ায় ৮১ টাকার বেশি।