1/7
পুরনো গাড়িতে এবার বিদ্যুত্চালিত হাইব্রিড কিট লাগানোর অনুমতি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেজন্য ১৯৮৯ সালের মোটরভেহিকলস আইন সংশোধন করতে চলেছে মোদী সরকার। খসড়া অনুসারে আইনে ৩৫০০ কিলোগ্রামের থেকে কম ওজনের গাড়িতে লাগানো যাবে হাইব্রিড কিট। এই কিটের ব্যবহারে ৫০ শতাংশ পর্যন্ত কমবে গাড়ির জ্বালানির খরচ। কমবে দূষণও।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
7/7
রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণ বাড়ছে গোটা দেশে। তাছাড়া জ্বালানি তেল আমদানি করতে খরচ হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই পরিস্থিতিতে এক ঢিলে দুই পাখি মারতে অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তির ওপর জোর দিচ্ছে কেন্দ্র। যার ফলে একদিকে যেমন গাড়ি চালানোর খরচ কমবে তেমনই কমবে দূষণ। শক্তিশালী হবে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার।
photos