লোকসভা ভোটের আগে ছোট ব্যবসায়ীদের জিএসটি ছাড়ের ঘোষণা জেটলির

Jan 10, 2019, 18:02 PM IST
1/7

শিয়রে লোকসভা ভোট। তার আগে ছোট ব্যবসায়ীদের মন জেতার চেষ্টা করল নরেন্দ্র মোদীর সরকার।

2/7

নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষণা, জিএসটি ছাড়ের সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে বার্ষিক ২০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে জিএসটি ছাড় পেতেন ব্যবসায়ীরা। তা বাড়িয়ে করা হল ৪০ লক্ষ। উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে সীমা ২০ লক্ষ টাকা।

3/7

এরইসঙ্গে জেটলি জানান, কম্পোজিট প্রকল্পে ত্রৈমাসিক কর জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। তবে রিটার্ন পূরণ করতে হবে বছরে একবার। 

4/7

কম্পোজিট প্রকল্পে বার্ষিক লেনদেনের ভিত্তিতে কম অর্থের কর জমা জমা দেন ছোট ব্যবসায়ীরা। তা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৫ কোটি। 

5/7

নির্মাণশিল্প ও লটারিতে পণ্য পরিষেবা করের আওতায় আনার প্রস্তাব পেশ করা হয়েছিল বৈঠকে। তবে এনিয়ে মতবিরোধ হয়। বিবেচনা করার জন্য সাত সদস্যের একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। 

6/7

রাজ্যের মধ্যে পণ্য বিক্রির উপরে ২ বছর ধরে ১ শতাংশ লেভি চাপানোর প্রস্তাব করেছিল কেরল সরকার। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে জিএসটি কাউন্সিল। 

7/7

গত ২২ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের জিএসটি হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।