'গুমনামী'র 'কদম কদম বাড়ায়ে যা' গান প্রকাশে গিয়ে মেট্রোয় চড়লেন প্রসেনজিৎ

Sep 22, 2019, 17:02 PM IST
1/7

''সুভাষজি''র পর এবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'র দ্বিতীয় গান 'কদম কদম বাড়ায়ে যা'।

2/7

২২ সেপ্টেম্বর, নেতাজী ভবন মেট্রো স্টেশন চত্ত্বরে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী।

3/7

নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে আম আদমির সঙ্গে মেট্রো রেলে উঠে ছবির প্রচার করতে দেখা যায় প্রসেনজিৎ ও সৃজিতকে। 

4/7

১৯৪২ সালে 'কদম কদম বাড়ায়ে যা' গানটি লিখেছিলেন পণ্ডিত বংশীধর শুক্লা ও সুর দিয়েছিলেন রাম সিংহ ঠাকুরি। এই গানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মার্চিং গান হিসাবেই পরিচিত। 

5/7

সম্প্রতি এই গানটিই সৃজিত মুখোপাধ্যায়ের 'গুমনামী' ছবির জন্য পুনর্নিমাণ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ঈশান মিত্র। 

6/7

রবিবার প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেই গান।

7/7

এর আগে প্রকাশ্যে আসা 'গুমনামী'র ''সুভাষজি, সুভাষজি, হ্যায় ন্যাজ জিসপে হিন্দকো, ও শান-এ-হিন্দ আ গ্যায়ে'' গানটি ইতিমধ্যে শ্রোতাদের মন কেড়েছে।