সন্ধে নামতেই তুমুল শিলাবৃষ্টি, সাদা বরফের চাদরে ঢাকল শহর

Apr 16, 2019, 20:02 PM IST
1/4

পূর্বাভাস সত্যি করে নামল বৃষ্টি। আর তাতেই তছনছ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশ। 

2/4

মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় কালবৈশাখী। বৈশাখের দ্বিতীয় দিনের দহনের পর সবাই যখন স্বস্তির আনন্দে মশগুল তখনই গুরুতর আকার ধারণ করে দুর্যোগ। 

3/4

ঝড় থামতেই মুহুর্মুহু শুরু হয় শিলাবৃষ্টি। কিছুক্ষণের মধ্যে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় সাদা বরফের চাদরে।   

4/4

এদিনের বৃষ্টিতে বরো চাষের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমের ফলনেও শিলাবৃষ্টির প্রভাব পড়তে পারে বলে অনুমান।