Happy Birthday Neeraj Chopra: জন্মদিনে 'সোনার ছেলে' Neeraj-এর পাঁচ কীর্তি
আন্তর্জাতিক মঞ্চে নীরজ চোপড়ার হুঙ্কারের পাঁচ উপাখ্যান।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ২৪ বছরে পা দিলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া। আগামী বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে নামবেন এই অ্যাথলিট। সেই জন্য এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। এমন বিশেষ দিনে দেখে নেওয়া যাক নীরজের কেরিয়ারের পাঁচ কীর্তি।
1/5
টোকিও অলিম্পিক্সে 'সোনার ছেলে' নীরজ
২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে এ বার টোকিও অলিম্পিক্সে ফের সোনা জিতলেন নীরজ। জ্যাভেলিন থ্রো থেকে ভারতে এল ট্র্যাক অন্ড ফিল্ডের প্রথম পদক। কোয়ালিফিকেশন রাউন্ডে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন তিনি। এরপর গত ৭ অগস্ট সোনার পদক নিশ্চিত করেন নীরজ। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি। তবে সেই সোনা জয় খুব সহজ ছিল না। অলিম্পিক্সের আগে হাঙ্গেরীতে অনুশীলন করেছিলেন। এরপর টোকিওতে এসে শরীর খারাপ হয়ে যায় নীরজের। কিন্তু সব বাধা অতিক্রম করে ইতিহাসের পাতায় লেখালেন ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ান।
2/5
কমনওয়েলথে আগেই এসেছিল সোনা
photos
TRENDING NOW
3/5
অনূর্ধ্ব ২০ আইএএফ প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড
4/5
সাউথ এশিয়ান গেমসেও সোনা
২০১৬ সালে নীরজের মুকুটে আরও একটি পালক যোগ হয়েছিল। সেই বছর ভারতে বসেছিল এই প্রতিযোগিতার আসর। শিলং ও গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। ৮২.২৩ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। তবে সে বার সোনা জিতলেও রিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেননি। চোট তাঁর বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি সাউথ এশিয়ান গেমসে সোনা জিতলেও তিনি ৮৩ মিটার থ্রো করতে পারেননি। রিও-তে না নামতে পারার এটাও ছিল আরও একটি কারণ।
5/5
২০১৪ সালে আন্তর্জাতিক মঞ্চে প্রথম মেডেল
photos