বিশ্বকাপে রেকর্ডের বন্যা, হরমনপ্রিত যেন ভারতের 'নতুন মিতালি রাজ'

| Nov 10, 2018, 15:56 PM IST
1/7

রেকর্ডে হরমনপ্রিত্

1

৫১ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস। মহিলাদের বিশ্বকাপের শুরুতেই অসাধারণ পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে হরমনপ্রিত্ কউর।

2/7

রেকর্ডে হরমনপ্রিত্

2

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একগাদা রেকর্ড করে বসলেন হরমনপ্রিত্। এদিন যেমন তিনি করলেন ১০৩ রান। যা কিনা মেয়েদের টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার এম এমন ল্যানিং (১২৬) ও ওয়েস্ট ইন্ডিজের ডিজেএস ডোট্টিন (১১২ নআ) রয়েছেন হরমনপ্রিতের সামনে।

3/7

রেকর্ডে হরমনপ্রিত্

3

টি-২০ ক্রিকেটের এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল ডোট্টিনের। ৯টি ছক্কা মেরেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। এদিন ম্যাচে হরমনপ্রিত মারলেন আটটি ওভারবাউন্ডারি। এক ইনিংসে আটটি ছক্কা মারার নজির রয়েছে কিউয়ি ব্যাটসম্যান এস ডিভাইনের। 

4/7

রেকর্ডে হরমনপ্রিত্

4

ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছিলেন মিতালি রাজ। ৯৭ রান করেছিলেন তিনি। এদিন মিতালিকে টপকে গেলেন হরমনপ্রিত্। 

5/7

রেকর্ডে হরমনপ্রিত্

5

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শেষ পাঁচ ওভারে হরমনপ্রিত ১৭ বল খেলে রান করেছেন ৫২। বিধ্বংসী হয়ে উঠেছিলেন তিনি। স্ট্রাইক রেট ৩০৫.৮৮।

6/7

রেকর্ডে হরমনপ্রিত্

6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রিত প্রথম ১৩ বলে মাত্র পাঁচ রান করেছিলেন। তার পর ১৪তম বলে ছক্কা মারার পর দ্রুত গতিতে ইনিংস এগোতে শুরু করেন।

7/7

রেকর্ডে হরমনপ্রিত্

7

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হরমনপ্রিতের স্ট্রাইক রেট ছিল ২০১.৯৬। বিশ্বকাপে ৫০ বা তার বেশি রান করার নিরিখে এটা তৃতীয় সেরা রান।