1/10
2/10
আজ ইতিহাস সৃষ্টি করা সেই লেখকের জন্মদিন। JK Rowling এমন এক জগত্ রচনা করেছেন যা আমাদের চার পাশের জগতের চেয়েও বেশি জটিল, অনেক বেশি প্রতীকায়িত। লেখকের জন্মদিনে সারাবিশ্বের পাঠকমহল নীরবে তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানান সম্ভবত এই বলে যে, আমাদের শিশু-কিশোরদের মনে তিনি দারুণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। এমন প্রভাব যা তাদের আবার বইমুখী করেছে।
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
বোনকে নিয়ে রাউলিংয়ের একাই কাটত ছোটবেলায়। বাবা-মা তাদের দুই বোনকে মজার মজার সব গল্পের বই কিনে দিতেন। তখন থেকেই নিজেও মজার গল্প লিখতেন ছোট্ট রাউলিং। এভাবেই তার মনে নামকরা লেখক হওয়ার স্বপ্ন বাসা বাঁধে। শুধু লেখক হওয়ার স্বপ্নই নয়, তিনি ভাবতেন, তাঁর লেখা বই দোকানে আসা মাত্র পাঠকরা তা লুফে নিবে। বাস্তবিক সেটাই ঘটেছে।
7/10
8/10
হঠাৎই তাঁর স্বপ্নের জানালায় এসে দাঁড়াল এক অনাথ ছেলে। ছেলেটি পালিত হচ্ছে তার পিসির কাছে। খুবই কষ্টে, অনাদরে অবহেলায় ছেলেটি মানুষ হচ্ছে। এত দুর্গতির মধ্যেও সে জানে না, তার মধ্যে রয়েছে এক মায়াবী জাদুকরী ক্ষমতা। উলিং ছেলেটির মুখাবয়বও কল্পনা করেন। মোটা ফ্রেমের চশমা পরিচিত কালো চুলের ছেলেটি। ব্যস! এখান থেকেই গল্প ধরে নেন রাউলিং।
9/10
10/10
photos