৬ বছর সংসারের পর বিচ্ছেদ, দ্বিতীয় সম্পর্কও টিকল না 'মহাব্বতের' কিম শর্মার

Oct 30, 2020, 16:12 PM IST
1/5

মহাব্বতের নায়িকা কিম শর্মাকে মনে আছে তো! যুগল হংসরাজের সঙ্গে জুটি বেঁধে যিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। মহাব্বতের পর কিমকে সেভাবে বলিউডে দেখা যায়নি। রেস্তোরাঁ ব্যবসায়ী আলি পঞ্জানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কেনিয়ায় পাড়ি দেন কিম। যদিও ৬ বছর সংসারের পর আলি পঞ্জানির সঙ্গে কিমের বিচ্ছেদ হয়ে যায়। আলির সঙ্গে বিচ্ছেদর পর মুম্বইতে ফিরে আসেন এই অভিনেত্রী। মুম্বইতে ফেরার পরই হর্ষবর্ধন রানের সঙ্গে ফের সম্পর্কে জড়ান কিম

2/5

হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কিম কোনও মন্তব্য না করলেও, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে চোখে পড়ত। সোশ্যাল সাইটে একসঙ্গে ছবি শেয়ার করতেও দেখা যেত কিম শর্মা এবং হর্ষবর্ধন রানে-কে। সেই সম্পর্কেও এবার ইতি টানলেন কিম

3/5

হর্ষবর্ধন রানের সঙ্গে বিচ্ছেদের পর কিম প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে কিমের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রীর সম্পর্কে কোনও কুকথা বলেননি হর্ষ। উলটে বিচ্ছেদের জন্য নিজেকেই দায়ি করেন অভিনেতা

4/5

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হর্ষবর্ধন রানে বলেন, কিমের সঙ্গে কাটানো মুহূর্ত, তাঁর জীবনের সেরা সময়। বিচ্ছেদের জন্য কিমকে কোনওভাবেই দায়ি করবেন না তিনি। তাঁর জিনে অর্থাত ডিএনএ-তে রয়েছে একা থাকার প্রবণতা। গত ১২ বছর ধরে সিঙ্গল ছিলেন তিনি। কিম শর্মার সঙ্গে পরিচয়ের পর অভিনেত্রীকে ভালবাসার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। কিমের মতো মজার মেয়ে এই পৃথিবীতে দ্বিতীয় নেই বলেও জানান হর্ষবর্ধন রানে 

5/5

পাশাপাশি তিনি একা থাকতেই স্বচ্ছন্দবোধ করেন। সেই কারণেই কিম শর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন হর্ষবর্ধন রানে