1/5
দেখুন আইপিএল সিক্সটিনের আপডেটেড পয়েন্ট টেবল, কমলা ও বেগুনি টুপির মালিককে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩১ মার্চ আইপিএল সিক্সটিনের পর্দা উঠেছিল দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও এমএস ধোনির চারবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল ক্রোড়পতি লিগের প্রথম ম্যাচে। দেখতে দেখতে ২৩টি ম্যাচ হয়ে গেল। এই প্রতিবেদনে রইল আইপিএলের লিগ টেবল। সঙ্গে দেখে নিন এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান কে করলেন ও কার ঝুলিতে এসেছে সর্বাধিক উইকেট।
2/5
রাজস্থান রয়্যালস
photos
TRENDING NOW
3/5
কমলা টুপি
4/5
ভেঙ্কটেশ আইয়ার
আইপিএল সিক্সটিন দেখছে সেই 'ভিন্টেজ ভেঙ্কটেশ'! দুরন্ত ফর্মে আছেন আঠাশ বছরের ইন্দোরের ক্রিকেটার। গত রবিবার মুম্বই ঘরের মাঠে কেকেআরকে হারিয়েছে ঠিকই। তবে হৃদয় জিতেছেন নাইট ভেঙ্কি। ভেঙ্কির ৮২ মিনিটের তাণ্ডবলীলা দেখেছে মুম্বই। ৫১ বলে করলেন ১০৪। ভেঙ্কটেশ তাঁর ইনিংস সাজালেন ৬টি চার ও ৯টি ছয়ে। ২০৩.৯২- এর স্ট্রাইকরেটে খেলেলেন দাপুটে ইনিংস। ভেঙ্কটেশ কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে পেলেন সেঞ্চুরি। ১৫ বছর আগে কেকেআরের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম (আরসিবি-র বিরুদ্ধে ৭৩ বলে অপরাজিত ১৫৮)। তারপর এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ভেঙ্কটেশ।
5/5
পার্পল ক্যাপ
photos