Kali Puja 2024: সেই নারীকে আক্রমণ করতেই তিনি স্বয়ং কালী রূপ ধারণ করলেন! পড়ুন ডাকাতে কালীর অবিশ্বাস্য কাহিনি...
Kali Puja 2024: এক মহিলাকে আক্রমণ করে ডাকাত দলের এক জন। জানা যায়, এর পরেই সেই মহিলা কালী রূপ ধারণ করেন।
1/9
2/9
আউশ গ্রামের কালী পুজো
কথিত আছে, এক কালে বর্ধমানের আউশ গ্রাম ও তার আশেপাশের গ্রামের লোকজন রাত কাটাতেন ভয়ে ভয়ে। মেটে পাড়ার ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা। এক এক করে স্থানীয় সমস্ত জমিদারেরা একজোট হয়ে পাল্টা হামলা করেন ডাকাত দলের উপরে। তখন নাকি মা কালী তাদের রক্ষা করেন। এরপরই সেখানে বেড়ে যায় কালী পুজোর রমরমা।
photos
TRENDING NOW
3/9
ঠনঠনিয়া কালীবাড়ি
কলকাতার বহু প্রাচীন ঠনঠনিয়া কালীবাড়ি পুজো। কথিত আছে ১৭০৩ সালে এই মন্দির তৈরি হয়েছিল। তখন ব্রিটিশ পিরিয়ড। সেই সময় এই সমস্ত এলাকা ছিল জঙ্গলে ঢাকা। শোনা যায়, গ্রামে সেই সময় থাকতেন ধনী জমিদাররা। তাই বারবার গ্রামের ভেতর ঢুকত ডাকাতদল। এইমত পরিস্থিতিতে ডাকাতদের হাত থেকে বাঁচতে সেই সময় মন্দিরের ঘণ্টা বাজান হত। সেখান থেকে এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি।
4/9
প্রহ্লাদ ডাকাতের কালী পুজো
পূর্ব বর্ধমানের পান্ডুক গ্রামে ডাকাত সর্দার প্রহ্লাদের হাতে প্রতিষ্ঠিত এই বামা কালী মন্দির। লোকমুখে শোনা যায়, কোন এক সময়ে একবার কেতু গ্রামের রাম-সীতা মন্দিরে ডাকাতি করতে গিয়ে এক মহিলাকে আক্রমণ করে ডাকাত দলের এক জন। জানা যায়, এর পরেই সেই মহিলা কালী রূপ ধারণ করেন। এই ঘটনার পরেই ডাকাত সর্দার স্থাপন করেন বামা কালীর মন্দির।
5/9
ডাকাত কালীবাড়ি
6/9
গগন ডাকাতের পুজো
সিঙ্গুরের কালী পুজোর ইতিহাসে রয়েছে এই পুজো। স্বাধীনতার আগে ব্রিটিশের বিরোধিতা করতে জমিদার বাড়িতে চলত ডাকাতি। সেই সময় এলাকার ত্রাস হয়ে ওঠেন গগন ডাকাত। কথিত আছে, এক সন্ধ্যায় রামকৃষ্ণ দেবকে হুগলিতে দেখতে যাচ্ছিলেন সারদা মা। গগন ডাকাতের কবলে পড়েন তাঁরা। তখনই নাকি আশ্চর্য ভাবে সারদা মায়ের মধ্যে মা কালীকে দেখতে পান গগন ডাকাত। তারপর থেকেই তিনি প্রতিষ্ঠা করেন কালী মন্দির।
7/9
কেলে ডাকাতের কালী পুজো
8/9
রঘু ডাকাতের পুজো
9/9
কাশীপুর আদি চিত্তেশ্বরী
photos