সব জেনেও বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO! ভয়ঙ্কর অভিযোগ হংকংয়ের বিজ্ঞানীর

| Jul 12, 2020, 12:49 PM IST
1/5

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

করোনাভাইরাস ছড়িয়েছে চিন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা। তবে বার বারই সেই অভিযোগ অস্বিকার করেছে চিন। তবে এ বার চিনের বিরুদ্ধে করোনার তথ্য গোপনের গুরুতর অভিযোগে সরব হলেন হংকংয়ের এক বিজ্ঞানী।

2/5

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

হংকংয়ের (Hong Kong) ভাইরাস বিশেষজ্ঞ ডঃ লি মেং ইয়ান (Dr. Li-Meng Yan) চিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, অনেক আগে থেকেই করোনা সম্পর্কে জানত চিনের সরকার। কিন্তু ইচ্ছে করেই তা প্রকাশ্যে আনেনি তাঁরা।

3/5

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

ডঃ লি মেং ইয়ান (Dr. Li-Meng Yan) হংকংয়ের স্কুল অব পাবলিক হেলথ-এর ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি-র বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। গত ২৮ এপ্রিল হংকং থেকে আমেরিকায় পালিয়ে আসেন তিনি।

4/5

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

তিনি নিজেও এই ভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। জানতে পেরে তাঁর গবেষণা পণ্ড করতে প্রথমে সাইবার হামলা, পরে লোক পাঠিয়ে সরাসরি কাজ বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয় চিনা সরকারের পক্ষ থেকে! বিস্ফোরক দাবি, ডঃ লি মেং ইয়ানের (Dr. Li-Meng Yan)।

5/5

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

বিশ্বের কাছে করোনার তথ্য গোপন করেছে চিন আর WHO!

ডঃ লি মেং ইয়ান জানান, ৩১ ডিসেম্বর তিনি জানতে পারেন যে, করোনা মানুষের থেকেই ছড়ায়। তাঁর অভিযোগ, শুধু চিনা সরকারই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ভাইরাস বিশেষজ্ঞ মালিক পেইরিসও (Malik Peiris) করোনার ভয়াবহতার বিষয়ে আগে থেকেই জানতেন। কিন্তু সব জেনেও মুখ বন্ধ রাখেন তিনিও।