করোনার চিকিৎসার নতুন শক্তিশালী অস্ত্র হাতে পেল ভারত! JUBI-R বাজারে আনল Jubilant Life

| Aug 05, 2020, 18:49 PM IST
1/5

সিপলা (Cipla), হেটেরো ল্যাব (Hetero Labs Ltd)-এর পর ভারতের বাজারে জেনেরিক রেমডিসিভির লঞ্চ করল দেশের আর এক ফার্মাসিউটিক্যাল সংস্থা জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস (Jubilant Life Sciences)।

2/5

জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস (Jubilant Life Sciences)-এর তৈরি জেনেরিক রেমডিসিভিরের নাম JUBI-R। ২০ জুলাই এই ইনজেকশন ভারতের বাজারে ছাড়ার অনুমতি পায় নয়ডার এই ফার্মাসিউটিক্যাল সংস্থা।

3/5

ভারতের সিপলা, হেটেরো ল্যাব আর জুবিল্যান্ট লাইফ-কে রেমডেসিভির তৈরির অনুমতি দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়েন্ট ‘গিলেড সায়েন্স’। সিপলা, হেটেরো ল্যাবের পর এ বার জেনেরিক রেমডিসিভির ভারতের বাজারে ছাড়ল জুবিল্যান্ট লাইফও।

4/5

ভারত-সহ বিশ্বের ১২৭টি দেশে রেমডিসিভির সরবরাহ করবে জুবিল্যান্ট লাইফ। শুধু তাই নয়, দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী করোনা আক্রান্তদের বিনামূল্যে JUBI-R দেওয়ার কথাও ভাবছে সংস্থা।

5/5

আরও বেশি পরিমাণ জেনেরিক রেমডিসিভির ভারতের বাজারে ছাড়ার তোড়জোড় চালাচ্ছে জুবিল্যান্ট লাইফ। দেশে বাজারে ১০০ মিলিগ্রামের JUBI-R ইনজেকশনের দাম ৪ হাজার ৭০০ টাকা।