সাড়ে ৭ কোটি বছর আগেও শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার! প্রমাণ মিলল ডাইনোসরের হাড়ে
|
Aug 11, 2020, 12:53 PM IST
1/5
আদিম পৃথিবীতেও প্রাণীর শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার! সম্প্রতি কানাডায় (Royal Ontario Museum in Toronto) একটি ডাইনোসরের কঙ্কাল পরীক্ষা করতে গিয়ে এমনই কিছু নতুন তথ্য সামনে এনেছেন একদল বিজ্ঞানী।
2/5
ওই ডাইনোসরের কঙ্কাল পরীক্ষা করে সেটির পায়ে বেশ কিছু সমস্যা লক্ষ্য করেন বিজ্ঞানীরা। ডাইনোসরের পায়ের হাড়ের গড়নে কিছু অস্বাভাবিক ফারাক লক্ষ্য করেন আর তাতেই তাঁদের সন্দেহ হয়।
photos
TRENDING NOW
3/5
কঙ্কাল পরীক্ষা করে বিজ্ঞানীরা জানান, এটি প্রায় সাড়ে ৭ কোটি বছরের পুরনো। তাঁদের দাবি, এই ডাইনোসরটি হাড়ের ক্যান্সারে আক্রান্ত ছিল। ফলে ডাইনোসরের পায়ের হাড়ের গড়নে কিছু অস্বাভাবিক পরিবর্তন ঘটেছিল।
4/5
5/5
বিজ্ঞানীরা জানান, এই ধরনের হাড়ের ক্যান্সার হাড় দ্রুত নষ্ট করে দেয় এবং এর ফলে শরীরের অন্যান্য স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীদের অনুমান, ডাইনোসরের দ্রুত হারে বৃদ্ধির কারণেই এই ধরনের ক্যান্সার এদের শরীরে বাসা বেঁধেছিল। সাড়ে ৭ কোটি বছর আগেও প্রাণী দেহে ক্যান্সারের অস্তিত্ব অবাক করেছে বিজ্ঞানীদের।